বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫

আমতলীতে প্যারামেডিকদের সায়েন্টিফিক সেমিনার

হোম পেজ » বরগুনা » আমতলীতে প্যারামেডিকদের সায়েন্টিফিক সেমিনার
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫


 

আমতলীতে প্যারামেডিকদের সায়েন্টিফিক সেমিনার

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশন (বিসিপিএ) আমতলী উপজেলা শাখার উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তাজমহল পার্টি সেন্টারে এই সেমিনার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে সার্ভিয়ার ফার্মাসিউটিক্যাল ও সুইচকন্ট্যাক্ট।

সেমিনারের সভাপতিত্ব করেন বিসিপিএ’র আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান, প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম বাদল, সাংবাদিক মো. হোসাইন আলী কাজী ও মো. জয়নুল আবেদীন।

বরগুনা প্যারামেডিক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. জিয়াদুল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন সার্ভিয়ার রিজিওনাল ম্যানেজার মো. জাকির হোসেন, সুইচকন্ট্যাক্ট কো-অর্ডিনেটর মো. আনোয়ারুল ইসলাম, লিটন কুমার ও মো. আবু বকর খান প্রমুখ।

সেমিনারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও পাইলস রোগ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধান অতিথি ইউএনও মো. রোকনুজ্জামান খান বলেন, কমিউনিটি প্যারামেডিক চিকিৎসকরা প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। তবে আরও দায়িত্বশীল হয়ে তাঁদের গুরুত্ব বাড়াতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:০১:৫২ ● ৯৯ বার পঠিত