নেছারাবাদে বিদ্যুতের টাওয়ারে যুবক!

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে বিদ্যুতের টাওয়ারে যুবক!
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫


নেছারাবাদে বিদ্যুতের টাওয়ারে ভারসাম্যহীন যুবক!

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে শংকর বেপারী (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে বিদ্যুতের ৩৫০ ফুট উঁচু টাওয়ার থেকে ছয় ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। স্থাণীয় ফায়ার সার্ভিসের ব্যর্থতায় স্থানীয় চার যুবক টানা চেষ্টা চালিয়ে তাকে নিরাপদে নামাতে সক্ষম হন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার ডাকবাংলো সংলগ্ন বিদ্যুতের টাওয়ারে এ ঘটনা ঘটে। শংকর বেপারী উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের দূর্গাকাঠী গ্রামের নিকুঞ্জ বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে শংকর বেপারী নেছারাবাদ নার্সারির ভেতরে থাকা সন্ধ্যা নদীর দুই পাড়ের সংযোগকারী বিদ্যুতের ৩৫০ ফুট উঁচু টাওয়ারে ওঠেন। পরে তাকে টাওয়ারের ওপর হাঁটাহাটি করতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালেও উদ্ধারকাজ চালাতে সক্ষম হননি।

নেছারাবাদ নার্সারির মালিক মো. মনিক বাহাদুর জানান, “জোহরের নামাজ পড়তে যাওয়ার সময় টাওয়ারের পাশে ওই লোককে দেখে আমার শ্রমিকদের তাকে বের করে দিতে বলি। নামাজ শেষে ফিরে এসে দেখি সে টাওয়ারের চূড়ায় উঠে গেছে। খবর দেওয়ার পর হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়। আমি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিসকে জানাই। তবে তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি।”

এসময় স্থানীয় চার যুবক আবুল কালাম, মো. কালু মিয়া, মো. রুবেল এবং বিদ্যুতের কাজে অভিজ্ঞ এক শ্রমিক টাওয়ারে উঠে শংকরকে নামানোর চেষ্টা করেন। দীর্ঘ ছয় ঘণ্টা ধরে বোঝানোর পর অবশেষে সন্ধ্যা ৬টার দিকে তাকে টাওয়ার থেকে নামানো সম্ভব হয়। এ ঘটনায় প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো উপজেলা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “টাওয়ারটি ৩৫০ ফুট উঁচু। সেখান থেকে কাউকে নামানোর মতো সরঞ্জাম আমাদের কাছে নেই। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করেছি।”

এ বিষয়ে নেছারাবাদ বিদ্যুৎ অফিসের এজিএম চন্দ্র শেখর গাইন জানান, “আসলে এ ধরনের ঘটনা সচরাচর ঘটে না। তাছাড়া টাওয়ারটি নার্সারির ভেতরে অবস্থিত, সেখানে বাইরের লোকজন যাওয়ার কথা নয়। এরপরও আমরা টাওয়ারের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যবস্থা করব।”

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ- মো. বনি আমিন বলেন, “দীর্ঘ চেষ্টার পর স্থানীয় চার যুবকের চেষ্টায় শংকরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যেহেতু তিনি মানসিক ভারসাম্যহীন, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। পরে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৮:০৬ ● ৩০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ