
সাগরকন্যা প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজার এলাকায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান বিশেষ করে হোটেল, রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানসমূহে তদারকিমূলক অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে মৌচাক হোটেলকে ২০ হাজার টাকা ও ফরেস্ট ক্যাফে বাংলা নামের একটি রেস্টুরেন্টকে ১০ হাজার জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দনে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী (অতিরিক্ত দায়িত্ব) ফজলে এলাহী। তিনি জানান, তদারকি কার্যক্রম পরিচালনাকালে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা এবং খাদ্যদ্রব্য প্রস্তুতকরণের সাথে সংশ্লিষ্ট কর্মচারীদের অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয়ে অনিয়াম পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘনজনিত অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং তা আদায় করা হয়।
এছাড়াও সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। বাজার তদারকিতে সহায়তা প্রদান করেন উপজেলা প্রশাসন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও কনজিউমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এবং নিরাপত্তা দায়িত্ব পালন করেন জেলা আনসার ব্যাটালিয়ন, চাঁপাইনবাবগঞ্জের একটি দল। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এই/এমআর