দুমকিতে ক্রেতা সেজে প্রতারণার দায়ে যুবক আটক

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে ক্রেতা সেজে প্রতারণার দায়ে যুবক আটক
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫


 

দুমকিতে ক্রেতা সেজে প্রতারণার দায়ে যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে ক্রেতা সেজে বিভিন্ন দোকানের মালামাল ও টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য মাসুদ শরীফ (২৫) নামের এক যুবককে হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
সোমবার সন্ধ্যায় উপজেলা শহরের একটি কসমেটিকসের দোকানে বেচা বিক্রির ভীরের মধ্যে ১হাজার টাকার নোট দেখিয়ে পণ্য কেনার ছলে অভিনব প্রতারণাকালে মাসুদ শরীফ (২৫) নামের যুবককে হাতে নাতে আটক করে পুলিশে দেয়া হয়। এর আগে একই বাজারের আরও ২/৩টা দোকানে একই ভাবে ওই যুবক প্রতারণার আশ্রয়ে নগদ টাকা ও কিছু মালামাল হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ দোকানীর। ধৃত প্রতারক মাসুদ শরীফের গ্রামের বাড়ি পার্শ্ববর্তি বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। তার পিতার নাম সোবাহান শরীফ বলে জানায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে নিয়মিত মামলায় গ্রেফতার দোখিয়ে আজ মঙ্গলবার সকালে আসামিকে কোর্টে চালান দেয়া হয়েছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৬:০১:৫২ ● ১২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ