
শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
সবার আগে দল; দলের সিদ্ধান্তই চূড়ান্ত: সোহেল মনজুর
হোম পেজ » পিরোজপুর » সবার আগে দল; দলের সিদ্ধান্তই চূড়ান্ত: সোহেল মনজুর
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
সবার আগে দল, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চাইলেও দলের সিদ্ধান্তকেই সর্বাগ্রে মান্য করার প্রতিশ্রুতি দিয়েছেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঢাকার কেআইবি হলরুমে ঢাকাস্থ নেছারাবাদ উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী মো. কামাল হোসেন।
বক্তব্যে সোহেল মনজুর বলেন, পিরোজপুর-২ আসন উন্নয়নের ক্ষেত্রে এখনও পিছিয়ে আছে। বিশেষ করে নেছারাবাদ উপজেলার যোগাযোগ ব্যবস্থা নাজুক, পাশাপাশি ভাণ্ডারিয়া ও কাউখালীর অবকাঠামোগত উন্নয়নও বেহাল অবস্থায়। তিনি বলেন, আমি চাই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে। এজন্যই দলের কাছে মনোনয়ন চাইবো। তবে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি রক্ষায় সবসময় কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। অন্যায় যেই করুক, ছাড় দেওয়া হবে না। তবে ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। তাই যাকে দল মনোনয়ন দেবে, তাকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অনারারি কনসাল ইয়েমেন ও তাস গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক, ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ, জুলফিকার খন্দকার পারভেজ, কাজী শাহিনুল ইসলাম, মনিরুজ্জামান খোকন ও মাহমুদ হোসেন শাওন প্রমুখ।
সভায় ঢাকায় বসবাসরত নেছারাবাদ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের সাবেক নেতা, সাবেক জনপ্রতিনিধি, পেশাজীবী ও ব্যবসায়ীরা অংশ নিয়ে এলাকার উন্নয়ন ও রাজনৈতিক ঐক্য নিয়ে মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, সোহেল মনজুর সুমন বিএনপির কেন্দ্রীয় নেতা, পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ও মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মনজুরের ছেলে। নুরুল ইসলাম মনজুর ২০০৮ সালে এ আসনে নির্বাচন করেছিলেন। আর ২০১৮ সালে এ আসনে বিএনপির মনোনয়ন সোহেল মনজুরকে দেওয়া হলেও পরবর্তীতে আসনটি শরিক দল লেবার পার্টির জন্য ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭:০৩:০৬ ● ১০০ বার পঠিত