শিবগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে বিএনপি নেতা

হোম পেজ » রাজশাহী » শিবগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে বিএনপি নেতা
শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বেলাল ই বাকী ইদ্রিশী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ করেছেন।

শুক্রবার বিকেলে তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ, বালিয়াদীঘি ও জিরো পয়েন্ট এলাকায় প্রচারণা চালান। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

বক্তব্যে বেলাল ই বাকী ইদ্রিশী বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা জনগণের মুক্তি ও উন্নয়নের একমাত্র পথ। ভেঙে পড়া শাসনব্যবস্থা পুনর্গঠনে ঐক্যের বিকল্প নেই। তিনি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মানুষ বহুদিন অবহেলিত। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যে বিপুল সম্ভাবনা থাকলেও উন্নয়ন হয়নি। সুযোগ পেলে তিনি শিবগঞ্জকে সমৃদ্ধ ও আধুনিক মডেল উপজেলায় গড়ে তুলবেন।

গণসংযোগে তিনি দলের ভেতর ঐক্যের ওপর গুরুত্ব দেন এবং স্থানীয় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে সাধারণ মানুষ তারেক রহমানের ৩১ দফাকে সময়োপযোগী মন্তব্য করে বিএনপি নেতার প্রতি আস্থা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৯:০০:২১ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ