কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্ণসহ টাকা লুট

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্ণসহ টাকা লুট
শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫


 

কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্ণসহ টাকা লুট

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের (৫০) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমারিবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতদল ২৫ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে নেয়। এসময় তারা ঘরের সদস্যদের বেধড়ক মারধর করে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিখিল কর্মকার জানান, রাতের আঁধারে ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। মুহূর্তের মধ্যেই তাকে মারধর করে অজ্ঞান করে ফেলে এবং হাত-পা মশারি দিয়ে বেঁধে ফেলে। পরে তার স্ত্রী ও দুই সন্তানকেও প্রহার করা হয়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১২:৩৮:৩১ ● ৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ