বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫

ছাতকে সেনা অভিযানে বিপুল অস্ত্রসহ যুবক গ্রেফতার

হোম পেজ » সর্বশেষ » ছাতকে সেনা অভিযানে বিপুল অস্ত্রসহ যুবক গ্রেফতার
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫


 

ছাতকে সেনা অভিযানে বিপুল অস্ত্রসহ যুবক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে সেনা ও পুলিশের যৌথ অভিযানে বিপুল অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

ঘটনা ঘটে বুধবার দিবাগত গভীর রাতে।

গ্রেফতারকৃত যুবকের নাম রাবেল মিয়া (২২)। সে স্থানীয় এলাইছ মিয়ার ছেলে। অভিযান পরিচালনা করে ছাতক সেনা ক্যাম্প ও জগন্নাথপুর থানা পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন ছাতক সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. ফারাবী বিন আলী। তার সঙ্গে ছিলেন ২৫ সদস্যের সেনা টহল দল ও জগন্নাথপুর থানার টহল পুলিশ।

রাবেলের বাড়ির পাশের পুকুরপাড় থেকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল- একনলা বন্দুক, দুটি পাইপ গান, একটি কার্তুজ, একটি ক্লিনিং রড, একটি চাপাতি, ছয়টি ধারালো ছুরি।

পুলিশ জানায়, রাবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে ইসহাকপুর গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেই ঘটনার ভিডিও সেনাবাহিনীর হাতে এলে অভিযানের প্রস্তুতি শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০০ ● ১৩৯ বার পঠিত