বাবুগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সমন্বয় সভা

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সমন্বয় সভা
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫


বাবুগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সমন্বয় সভা

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবাস সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ফারুক আহমেদ বলেন, দেশে প্রথমবারের মতো আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত টাইফয়েড প্রতিরোধে টিকা দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। এজন্য অনলাইনে নিবন্ধন করতে হবে এবং জন্মনিবন্ধন সনদ ব্যবহার করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে।

১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সব ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে।

সভায় ডা. সুবাস সরকার বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা টাইফয়েড নিয়ন্ত্রণে তিন ধরনের ভ্যাকসিন সুপারিশ করেছে। এর মধ্যে টিসিভি সবচেয়ে কার্যকর এবং দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়। এটি নিরাপদ ভ্যাকসিন, বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বাংলাদেশ সময়: ১২:৫৮:০৪ ● ৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ