নেছারাবাদে সরকারি গাছ আত্মসাতের চেষ্টা পুলিশ কর্মকর্তার!

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে সরকারি গাছ আত্মসাতের চেষ্টা পুলিশ কর্মকর্তার!
বুধবার ● ২০ আগস্ট ২০২৫


নেছারাবাদে সরকারি গাছ আত্মসাতের চেষ্টা পুলিশ কর্মকর্তার!

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পাটকেলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মনের বিরুদ্ধে সরকারি গাছ আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি আলোচনায় এলে বন বিভাগের হস্তক্ষেপে গাছগুলো জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে বন্যার কারণে সড়কের পাশে হেলে পড়া দুটি মেহগনি ও একটি আকাশমনি গাছ কেটে পুলিশ ফাঁড়ির সামনের রাস্তার পাশে রাখা হয়। পরে ওই কর্মকর্তা ব্যক্তিগত ফার্নিচার তৈরির জন্য স্থানীয় ভ্যানচালক মো. মনির ফকির ও ইউসুফকে দিয়ে গাছগুলো নেছারাবাদের একটি করাতকলে (স-মিল) পাঠান।

ভ্যানচালক মনির ফকির সাগরকন্যাকে বলেন, ফাঁড়ির ইনচার্জ আমাকে গাছগুলো স-মিলে নিতে বলেন। রাস্তার গাছ জেনে আমি নিতে না চাইলে তিনি জানান অনুমতি আছে। এরপর আমি ও ইউসুফ মিলে গাছগুলো স-মিলে দিয়ে আসি।

স-মিলের মালিক মো. রেদওয়ান বলেন, ফাঁড়ির ইনচার্জ আমাকে ফোন করে তাঁর কিছু গাছ চেরাই করার কথা জানান এবং ভ্যানচালকের মাধ্যমে গাছ পাঠান। পরে জানতে পারি এগুলো সরকারি গাছ।

এদিকে সরকারি গাছ স-মিলে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে স-মিল মালিক রেদওয়ানের জিম্মায় রাখেন।

নেছারাবাদ উপজেলার বন কর্মকর্তা সালাউদ্দিন বলেন, খবর পেয়ে গিয়ে গাছগুলো জব্দ করা হয়েছে। যত দ্রুত সম্ভব নিলামের মাধ্যমে এগুলো বিক্রি করা হবে।

অভিযোগের বিষয়ে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন বলেন, গাছগুলো রাস্তার পাশে পড়ে ছিল। তাই একত্রিত করে একটি জায়গায় রাখা হয়েছে। স-মিলে কেন পাঠানো হলো- এমন প্রশ্নে তিনি জানান, বন বিভাগ চাইলে গাছ নিয়ে যেতে পারে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে বন বিভাগ গাছগুলো জব্দ করেছে। যথাযথ প্রক্রিয়ায় নিলামে তোলা হবে। কে বা কারা গাছ সরিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৩২:১৩ ● ২১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ