
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
আমতলীতে যুব দিবসে ঋণের চেক বিতরণ
হোম পেজ » বরগুনা » আমতলীতে যুব দিবসে ঋণের চেক বিতরণ
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ জন যুব নারী ও পুরুষের মাঝে ৬ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন চেক বিতরণ করেন।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’। উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক হাসান।
আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ আজাদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের ফ্যাসিলেটেটর মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিলন চন্দ্র শীল, উদ্যোক্তা অ্যাডভোকেট আওলাদ হোসেন ও ইকবাল তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, এই ঋণের মাধ্যমে আপনারা নতুন উদ্যোক্তা হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। দেশের অর্থনীতিতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বাংলাদেশ সময়: ১৫:৫৩:৩৫ ● ৯০ বার পঠিত