বরিশালে স্বাস্থ্যখাত আন্দোলনে জয় বাংলা শ্লোগান দেওয়ায় যুবক আটক

হোম পেজ » বরিশাল » বরিশালে স্বাস্থ্যখাত আন্দোলনে জয় বাংলা শ্লোগান দেওয়ায় যুবক আটক
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫


 

ছবিতে জয় বাংলা শ্লোগান দেওয়ায় যুবককে ঘিরে আন্দোলনকারীরা

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

বরিশালের নথুল্লাবাদে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে সংহতি জানাতে জয় বাংলা শ্লোগান দেওয়ায় যুবক সরোয়ার তালুকদারকে আন্দোলনকারীরা আটক করে পুলিশে দিয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

আন্দোলনকর্মী তামিম জানান, সরোয়ার তালুকদার বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যখাত সংস্কারের পক্ষে কথা বলেন এবং শেষ দিকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দেন। এরপর তাকে ধরে পুলিশে হস্তান্তর করা হয়।

অন্য একজন কর্মী বলেন, সরোয়ার তালুকদার আওয়ামী লীগের পদাধিকারী নন, তবে তিনি আওয়ামী লীগের শ্লোগান দিয়েছেন।

সরোয়ার নিজেও জানিয়েছেন, তিনি আওয়ামী লীগের কেউ নন এবং ভুলবশত শ্লোগান দেন, এজন্য ক্ষমা চেয়েছেন।

মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিচয় যাচাই ও মামলা পরিস্থিতি দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪৭ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ