নেছারাবাদে স্কুলভবন থেকে লাফিয়ে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে স্কুলভবন থেকে লাফিয়ে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
সোমবার ● ১১ আগস্ট ২০২৫


নান্দুহার ইউনাইটেড বালিকা মাধ্যমিক বিদ্যালয়

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে নবম শ্রেণির ছাত্রী রিয়া (১৪) বিদ্যালয়ের তিনতলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে নান্দুহার ইউনাইটেড বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সংগীত শেষে, ক্লাস শুরুর কয়েক মিনিট আগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন থেকে লাফ দেওয়ার পর শিক্ষার্থী ও শিক্ষকরা দ্রুত রিয়াকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। রিয়া উপজেলার নান্দুহার গ্রামের দিনমজুর মো. রুহুল আমীনের মেয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, জাতীয় সংগীত শেষে ক্লাস শুরুর আগে লাইব্রেরিতে ছিলেন তিনি। হঠাৎ খবর পান, এক ছাত্রী ভবন থেকে পড়ে গেছে। পরে সবাই মিলে হাসপাতালে নিয়ে যান। কেন এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. শাহীন হোসেন বলেন, তিনতলা থেকে পড়ে যাওয়ায় মেয়েটি গুরুতর আহত হয়েছে। তাই তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৪:০৯ ● ৩৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ