ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হোম পেজ » পটুয়াখালী » ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সোমবার ● ১১ আগস্ট ২০২৫


ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাগরকন্যা জেলা প্রতিবেদক, পটুয়াখালী

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে সোমবার সকালে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম (নুর) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, ‘ল’ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সিইও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ইসলামি স্কলার শায়েখ জামাল উদ্দীন, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গির কবির সরকার ও কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা প্রমুখ।

শিক্ষার্থীদের ক্রেস্ট, অ্যাচিভমেন্ট সার্টিফিকেট, গিফট প্যাক ও ফুল দেওয়া হয়।

শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, সাংবাদিক ও শিবিরের নেতাকর্মীরা অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:৩৪ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ