রাঙ্গাবালীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচ দোকান

হোম পেজ » পটুয়াখালী » রাঙ্গাবালীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচ দোকান
শনিবার ● ৯ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মোল্লার বাজারে শুক্রবার রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়। একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে দুইটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া উঠতে দেখা যায়। এরপর তারা পানি ছিটিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক তথ্যমতে, জামাল মুন্সীর ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমের দোকান, ইব্রাহিম হাওলাদারের ধান-চালের আড়ৎ, নিজাম উদ্দিনের অটোরিকশা রিপেয়ার দোকান, সিদ্দিক মিয়ার চায়ের দোকান এবং রাসেল আকনের গার্মেন্টস দোকান পুড়ে যায়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। কেউ হতাহতের সম্মুখীন হয়নি।

বাংলাদেশ সময়: ৬:০৩:৫০ ● ৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ