
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
গাজীপুরে রেস্তোরাঁয় অস্ত্র হাতে খাওয়ার ভিডিও নিয়ে চাঞ্চল্য!
হোম পেজ » ঢাকা » গাজীপুরে রেস্তোরাঁয় অস্ত্র হাতে খাওয়ার ভিডিও নিয়ে চাঞ্চল্য!সাগরকন্যা প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে রেস্তোরাঁয় অস্ত্র হাতে খাওয়াদাওয়া ও খোশগল্পের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে পুলিশ জানিয়েছে, ভিডিওটি পুরোনো।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক জানান, অভিযুক্ত যুবক সাজ্জাদ হোসেন মোড়ল ওরফে আলিফকে গত ৬ জুলাই অপহরণ ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।
পুলিশ সূত্র জানায়, আলিফ শ্রীপুরের ইলেকট্রিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁয় খাবারের টেবিলে বসে আলিফ ও তার পরিচিতরা গল্প করছেন। সামনে খিচুড়ির প্লেট। এক তরুণী পিস্তল হাতে নিয়ে হাসতে হাসতে একবার বন্ধুর দিকে, আবার টেবিলের উল্টো পাশে বসা ব্যক্তির দিকে তাক করেন। এ সময় সবাই হাসিতে মেতে ওঠেন।
গতকাল আলিফের বাড়িতে তল্লাশিকালে তার বাবা জানান, ভিডিওতে থাকা পিস্তলটি খেলনা ছিল এবং তা ভেঙে ফেলা হয়েছে। তিনি আরও জানান, ভিডিওতে থাকা তরুণী আলিফের স্ত্রী এবং বর্তমানে তিনি বাবার বাড়ি নেত্রকোনায় আছেন। ওসি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯:৫৬:১০ ● ৯৫ বার পঠিত