
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কলাপাড়া উপজেলা ও কলাপাড়া পৌর শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা কমিটি এ অনুমোদন দেয়। মহিলা দলের পটুয়াখালী জেলা কমিটির সভাপতি আফরোজা বেগম সীমা ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা স্বাক্ষরিত কমিটি অনুমোদনের পর কলাপাড়ায় জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটিতে সভানেত্রী সালমা আক্তার লিলি ও সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তারকে রেখে ৯১ সদস্য এবং কলাপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী হিসেবে ফারজানা সাম্মি ফ্লোরা ও সাধারণ সম্পাদিকা মনি বেগমকে রেখে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা মহিলা দলের অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভানেত্রী নার্গিস জামান, সহ-সভানেত্রী যথাক্রমে শাহনাজ পারভীন, সাহেদা হাসি, মাকসুদা লিলি, সঞ্জিতা বিশ্বাস এবং যুগ্ম সাধারণ সম্পাদিকা খাদিজা শিরিন, সহ-সাধারণ সম্পাদিকা যথাক্রমে সাহানা আক্তার সাথী, শামীমা রাশেদ ও এক নং সদস্যা সাহিনা নাসরিন পান্না উল্লেখযোগ্য।
অনুরূপভাবে কলাপাড়া পৌর মহিলা দলে সিনিয়র সহ-সভানেত্রী মোসাঃ মাকসুদা, সহ-সভানেত্রী যথাক্রমে ইসরাত জাহান লাভলী, সাবরিন নাহার স্মৃতি ও ফারজানা ইয়াসমিন জিন্নাত এবং যুগ্ম সাধারণ সম্পাদিকা জুলিয়া নাসরিন রেহেনা, সহ-সাধারণ সম্পাদিকা যথাক্রমে সায়েমা সাঈদ নিশু, মোসাঃ আসমা আক্তার, মোসাঃ রাবেয়া খানম ও এক নং সদস্যা ইসরাত জাহান মুক্তা রয়েছেন।

সম্মেলনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে কলাপাড়া উপজেলা মহিলা দলের এবং কলাপাড়া পৌর মহিলা দলের নেত্রীরা কমিটির অনুমোদন পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা প্রশিক্ষণ বিষয় সম্পাদক এবিএম মোশারফ হোসেনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।