গৌরনদীতে মাদক বিক্রেতার এক বছরের সাজা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে মাদক বিক্রেতার এক বছরের সাজা
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫


গৌরনদীতে মাদক বিক্রেতার এক বছরের সাজা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে গাঁজা বিক্রির দায়ে এক মাদক বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে এ রায় দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সবুজ সরদার (৪৫)। তিনি বাঙ্গিলা গ্রামের মৃত খাদেম আলী সরদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সবুজের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আসামি সবুজকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:২৩ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ