
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার তালতলী উপজেলার হরিণখোলা সিএনএ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে আমন ধানের বীজতলা তৈরি করা হয়েছে। অভিযোগ উঠেছে, মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা নিজের প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন। এতে এক মাস ধরে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, মাদ্রাসার মাঠ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কসরত ও শিশুদের খেলাধুলার জন্য ব্যবহার হয়ে আসছিল। কিন্তু জুন মাসে মাদ্রাসা কর্তৃপক্ষকে না জানিয়ে জসিম মোল্লা মাঠজুড়ে খুঁটি পুঁতে জাল দিয়ে ঘেরাও করে বীজতলা তৈরি করেন। বাঁধা দিলেও তিনি শোনেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, সভাপতি হওয়ার কারণে কেউ তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সাহস পাচ্ছেন না। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
মাদ্রাসার শিক্ষার্থী জুবায়ের ও তামিম বলেন, এক মাস ধরে মাঠে খেলতে পারছি না। শুনেছি, সভাপতির নির্দেশেই বীজতলা তৈরি হয়েছে।
অভিভাবক হানিফ মোল্লা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বীজতলা অগ্রহণযোগ্য। রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে শিক্ষার পরিবেশ কোথায় থাকবে?
এ বিষয়ে সভাপতি জসিম মোল্লা বলেন, আল-আমিন নামে এক চাষি বীজতলা করেছে। সে বিপদে ছিল, তাই আমি অনুমতি দিয়েছি।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মুজ্জাম্মেল হুসাইন বলেন, আমাকে না জানিয়েই মাঠে বীজতলা তৈরি করা হয়েছে। আমি কিছু বলতে পারিনি।
তালতলীর ইউএনও উম্মে সালমা বলেন, বিষয়টি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।