চরফ্যাশনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের মেরামত কাজ পরিদর্শন

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের মেরামত কাজ পরিদর্শন
মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশনে জোয়ারের পানির ঢেউয়ে খেজুর গাছিয়া বেড়িবাঁধের ২৫০ মিটার অংশ ভেঙে গেছে। এতে প্রায় ২ হাজার পরিবার ঝুঁকিতে পড়েছে।

 

শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত হাজারীগঞ্জ ইউনিয়নের বেড়িবাঁধে দুই দফায় ভাঙন দেখা দেয়। ক্ষতিগ্রস্ত এলাকাটি তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়েছে।

 

আজ মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত বাঁধে মেরামত কাজ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, পানি উন্নয়ন বোর্ড-২ (পাউবো) এর নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা ও চরফ্যাশন উপজেলা বিএনপি নেতা আশ্রাফুর রহমান দীপু ফরাজী।

 

পাউবো নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, গত ২ জুন ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বেড়িবাঁধটির ২৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। ৪৫ লাখ টাকা বরাদ্দে ডিপিএন টেন্ডারের মাধ্যমে দুই ঠিকাদারকে কাজ দেয়া হয়েছে।

 

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ থাকলেও শুক্রবার দ্বিতীয় দফায় জোয়ারে ৯০ শতাংশ বাঁধ ভেঙে যায়। জরুরি ভিত্তিতে কাজ ত্বরান্বিত করতে দুই ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, বর্তমানে মাটি ভরাট ও বাঁধ সুরক্ষার কাজ চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২০:৫০ ● ১০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ