নেছারাবাদে শিক্ষার্থীদের মাঝে এসইডিপির পুরস্কার বিতরণ

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে শিক্ষার্থীদের মাঝে এসইডিপির পুরস্কার বিতরণ
সোমবার ● ২৮ জুলাই ২০২৫


নেছারাবাদে শিক্ষার্থীদের মাঝে এসইডিপির পুরস্কার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের
আয়োজন ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম এবং শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুর রহমান খান প্রমুখ।
এ সময় মাধ্যমিক বিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ও উচ্চ মাধ্যমিক ১৬ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫৫ ● ১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ