বাবুগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১
সোমবার ● ২৮ জুলাই ২০২৫


রাস্তার পাশে পড়ে থাকা মোটরসাইকেল আরোহী মো. হাবিবুল্লাহ-এর মৃতদেহ

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

 

বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. হাবিবুল্লাহ (২০) নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

 

সোমবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের কামীনি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাবিবুল্লাহ পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের মো. মোশারফ হোসেন বেল্লালের ছেলে। তিনি বরিশাল সিটির ২৬ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন হাবিবুল্লাহ ও তার সঙ্গী। কামীনি পাম্প এলাকায় কুয়াকাটা পরিবহনের একটি বাস তাদের পেছন থেকে চাপা দেয়। এতে হাবিবুল্লাহ ঘটনাস্থলেই মারা যান।

 

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে বিক্ষোভ করে এবং প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রাখে। খবর পেয়ে বিমানবন্দর থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

বরিশাল বিমানবন্দর থানার ওসি জাকির সিকদার বলেন, বাসের চাপায় একজন মারা গেছেন। মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৩৫ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ