রবিবার ● ২৭ জুলাই ২০২৫

তালতলীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

হোম পেজ » বরগুনা » তালতলীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট
রবিবার ● ২৭ জুলাই ২০২৫



---

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাতরা।

শনিবার (২৬ জুলাই) রাত আড়াইটার দিকে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা ঘরের মাটি খুঁড়ে ঢুকে ৫ লাখ ৩০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল নিয়ে যায়।

প্রবাসী নাসির পাটোয়ারীর স্ত্রী মনিকা বেগম জানান, ৮–১০ জনের একটি ডাকাতদল তাদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। অস্ত্রের মুখে তার তিন মেয়ে, শ্বশুর ও মাকে জিম্মি করে সব কিছু লুটে নেয়। যাওয়ার সময় হুমকি দিয়ে যায় মামলা করলে প্রাণে মারবে।

একই রাতে নাসির পাটোয়ারীর বড় ভাই জসীম উদ্দীনের বাড়িতেও হামলা চালায় ডাকাতরা। সেখান থেকে একটি মোবাইল নিয়ে ঘরের বাইরে তালা লাগিয়ে দেয়।

খবর পেয়ে তালতলী থানার ওসি মো. শাহজালালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি জানান, সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৫৩ ● ৮৬ বার পঠিত