
রবিবার ● ২৭ জুলাই ২০২৫
দশমিনায় ৮০০ মিটার গ্রামীণ সড়কের নির্মাণ কাজ শুরু
হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় ৮০০ মিটার গ্রামীণ সড়কের নির্মাণ কাজ শুরু
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাশপাড়া এলাকায় ৮০০ মিটার গ্রামীণ পাকা সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকালে ১৪৫ নম্বর চার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দশমিনা উপজেলা কার্যালয়ের বাস্তবায়নে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮৩ লাখ ২৪ হাজার টাকা। সড়কটি নতুন বাজার সংলগ্ন মোল্লা বাড়ি থেকে মরহুম জলিল হাওলাদারের বাড়ি, বিদ্যালয়সংলগ্ন পথ হয়ে নিজাম উদ্দিন রাড়ির বাড়ির পূর্ব পাশ পর্যন্ত নির্মিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এইচএম ইকবাল বশির, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল হাওলাদার, যুগ্ম সম্পাদক মামুন হাওলাদার, ফারুক আলম হাওলাদার, ওয়ার্ড বিএনপির সভাপতি এইচএম সোয়েব হোসেন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. বাচ্চু প্রমুখ।
উদ্বোধনের শুরুতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা কাওসার হোসেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৭:২৪ ● ৩৭ বার পঠিত