
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
উদ্বিগ্ন এলাকাবাসীর মানববন্ধন ঢেউয়ের ঝাপটায় লণ্ডভণ্ড কুয়াকাটা সৈকত
হোম পেজ » কুয়াকাটা » উদ্বিগ্ন এলাকাবাসীর মানববন্ধন ঢেউয়ের ঝাপটায় লণ্ডভণ্ড কুয়াকাটা সৈকতসাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার ও শনিবার জোয়ারের সময় বেড়েছে পানি, যার ফলে সাগরের ঢেউ তীব্রভাবে সৈকত ক্ষতিগ্রস্ত করেছে। নিম্নাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শনিবার সকাল ১০টায় ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষ মানববন্ধন করে সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন। ব্যবসায়ী, রানীতিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার লোকজন এতে অংশ নেন। তাদের দাবী, উপকূল রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা না নিলে কুয়াকাটা সংকটাপন্ন হবে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়াকাটা ঝাউবাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও বেড়িবাঁধের আশপাশের এলাকা। কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড জানায়, হোসেনপাড়া এলাকায় সড়কের প্রায় ৩০ মিটার অংশ সাগরে বিলীন হয়েছে, যার ফলে গ্রামে সমুদ্রের পানি প্রবেশ করছে। ডিসি পার্কের পাশে সড়কেও নতুন করে ভাঙনের প্রভাব পড়েছে, অনেক গাছ উপড়ে পড়েছে।
স্থানীয়রা জানান, কুয়াকাটার ২৮ কিলোমিটার দীর্ঘ সৈকতের নানা স্থানে বালু সরে গিয়ে নিচের মাটি বেরিয়ে গেছে, যা পর্যটনের জন্য বড় হুমকি।
এদিকে প্লাবনের কারণে বেড়িবাঁধের বাইরে শতাধিক পরিবার ঘরছাড়া হয়েছে। মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশকর্মীরা বলছেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে গভীর পর্যবেক্ষণ, জিও ব্যাগ বসানো ও স্থায়ী বাঁধ নির্মাণ প্রয়োজন। পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ এর সদস্য কামাল হাসান রনি জানান, সরকার ফিজিবিলিটি স্টাডির নামে দীর্ঘদিন ধরে সময় নষ্ট করছেন, যার ফলে কুয়াকাটা মানচিত্রে পরিবর্তন ঘটতে শুরু করেছে!
বাংলাদেশ সময়: ১৫:৫৭:৫৩ ● ১০৫ বার পঠিত