
সোমবার ● ২১ জুলাই ২০২৫
উত্তরায় বিমান দুর্ঘটনায় ছারছীনা পীরের শোক
হোম পেজ » পিরোজপুর » উত্তরায় বিমান দুর্ঘটনায় ছারছীনা পীরের শোকসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)।
এক শোকবার্তায় তিনি বলেন, আল্লাহর ফয়সালা মেনে নিতেই হবে, দুর্ঘটনা ছিল শুধু ওসিলা। তিনি নিহত পাইলটসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পীর ছাহেব বলেন, এই মর্মান্তিক ঘটনায় বহু কোমলমতি শিক্ষার্থী আহত হয়েছে। কেউ কেউ দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। চোখের সামনে কাঁদছে অসংখ্য শিশু।
তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২২:৪৪:১০ ● ২৪৫ বার পঠিত