সাহায্যের আবেদন মহিপুরে তালগাছ থেকে পড়ে গুরুতর আহত বাকপ্রতিবন্ধী মোজাম্মেল

হোম পেজ » পটুয়াখালী » সাহায্যের আবেদন মহিপুরে তালগাছ থেকে পড়ে গুরুতর আহত বাকপ্রতিবন্ধী মোজাম্মেল
রবিবার ● ২০ জুলাই ২০২৫


গুরুতর আহত বাকপ্রতিবন্ধী মো. মোজাম্মেল হাসপাতালে কাতরাচ্ছে।

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে তালগাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন মো. মোজাম্মেল (৪৫) নামের এক বাকপ্রতিবন্ধী দিনমজুর।

 

রোববার বিকেলে মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহত মোজাম্মেল ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত রাজ্জাক হাওলাদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে মোজাম্মেল মানুষের গাছ থেকে তাল ও নারকেল পাড়তেন। রোববার দুপুরে স্থানীয় মামুন হাওলাদারের তালগাছে উঠেছিলেন তিনি। গাছ থেকে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন।

 

প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটার তুলাতলী ২০ শয্যা হাসপাতালে এবং অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে নিয়ে ভর্তি করেন।

 

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার রিয়াজ উদ্দিন সাগরকন্যাকে বলেন, মোজাম্মেলের মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে এবং পাঁজরের একটি হাড় ভেঙে গেছে। তার উন্নত চিকিৎসা না হলে শারীরিক প্রতিবন্ধী হবারও আশঙ্কা রয়েছে।

 

স্থানীয় বাসিন্দা রিপন মোল্লা বলেন, মোজাম্মেল একজন পরোপকারী, বাকপ্রতিবন্ধী ও অসহায় দিনমজুর। ছোটবেলায় বাবাকে হারিয়ে নানা কষ্টে জীবন পার করছেন।

 

মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বি বলেন, মিডিয়ার লোকজন দেখলেই সাহায্যে এগিয়ে আসতেন মোজাম্মেল।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, প্রেসক্লাবের নানা কাজে মোজাম্মেল সহযোগিতা করতেন।

 

হতদরিদ্র ও বাকপ্রতিবন্ধী মোজাম্মেলের চিকিৎসায় সাহায্যের প্রয়োজন। সাহায্য পাঠাতে  01716-179573 (নগদ)।

বাংলাদেশ সময়: ২২:০৩:৩৯ ● ২৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ