বেকুটিয়া সেতুর বৈদ্যুতিক তার চুরি, ঝুঁকিতে রাতের চলাচল

হোম পেজ » পিরোজপুর » বেকুটিয়া সেতুর বৈদ্যুতিক তার চুরি, ঝুঁকিতে রাতের চলাচল
রবিবার ● ২০ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু) থেকে অন্তত ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছে। এর ফলে সেতুর কাউখালী প্রান্তের প্রায় এক কিলোমিটার এলাকায় তিন দিন ধরে বন্ধ রয়েছে ল্যাম্পপোস্টের আলো।

 

চুরির ঘটনায় রাতের সেতু পারাপারে ঝুঁকি বেড়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে চোরেরা সেতুর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মাটির নিচ থেকে মূল্যবান তার তুলে নিয়ে যায়।

 

পিরোজপুর সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, মাটির নিচ দিয়ে স্থাপন করা চীনের তৈরি ওই লাইন দ্রুত সংস্কার করা সম্ভব নয়। নতুন করে লাইন নির্মাণ করতেও বড় অঙ্কের ব্যয় প্রয়োজন।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সেতুর অন্ধকার অংশে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ টহল জোরদার করা হবে।

 

উল্লেখ্য, চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি ২০২২ সালের ৪ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৪০ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ