বুধবার ● ১৬ জুলাই ২০২৫

পটুয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বুধবার ● ১৬ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালী জেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি)  অভিযানে পটুয়াখালী শহরের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে পটুয়াখালী পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় ডিবি পুলিশের এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় গ্রেফতারকৃত কামাল হোসেন (২৬) এর নিকট থেকে ৪১ পিস এবং সোহেল মাতাব্বর (৩০) এর নিকট থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

কামাল হোসেন পটুয়াখালী স্বনির্ভর সড়কের চরপাড়া এলাকার সামছুল হক সিকদারের ছেলে এবং সোহেল মাতাব্বর একই এলাকার শাহ আলম মাতাব্বরের ছেলে।

 

পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দীন।

তিনি সাংবাদিকদের বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ৮:৪৮:৪৭ ● ১২০ বার পঠিত