সোমবার ● ১৪ জুলাই ২০২৫

হাত-পা, মুখ ও চোখ বেঁধে মারধর কলাপাড়ায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, ১৩ ভরি সোনা ও নগদ টাকা লুট!

হোম পেজ » পটুয়াখালী » হাত-পা, মুখ ও চোখ বেঁধে মারধর কলাপাড়ায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, ১৩ ভরি সোনা ও নগদ টাকা লুট!
সোমবার ● ১৪ জুলাই ২০২৫


 ---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক তরিকুল ইসলাম সুনানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল তার বাসা থেকে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুট করে নেবার অভিযোগ আনা হয়েছে।

 

রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কলাপাড়া পৌরসভার পাশে টিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

ডাকাতরা একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে সবাইকে একটি কক্ষে নিয়ে হাত-পা, মুখ ও চোখ বেঁধে ফেলে। এরপর তারা আলমারি ও সোকেস খুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়।

 

ভুক্তভোগী সুনান জানান, ডাকাতির সময় তাকেসহ তার আমেরিকা প্রবাসী স্ত্রী নিশাত তাবাসসুমকে মারধর করেছে। বিষয়টি পুলিশও নিশ্চিত করেছে।

 

ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম এবং পটুয়াখালী ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি জুয়েল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭:০৯:১০ ● ১০০ বার পঠিত