বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫

উপদেষ্টার মন্তব্যে পবিপ্রবিতে বিক্ষোভ, প্রতিবাদ শিক্ষার্থীদের

হোম পেজ » পটুয়াখালী » উপদেষ্টার মন্তব্যে পবিপ্রবিতে বিক্ষোভ, প্রতিবাদ শিক্ষার্থীদের
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, পবিপ্রবি (পটুয়াখালী)

 

ভেটেরিনারি ও অ্যানিমেল হাজবেন্ড্রি (কম্বাইন্ড) ডিগ্রিধারীদের চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ব্যানারে মিছিলটি এনএসভিএম অনুষদের সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে শেষ হয়।

 

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক ড. এম. এইচ. কাওসার, অধ্যাপক ড. মো. আবদুল মতিন, অধ্যাপক ড. ননী গোপাল সাহা ও অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার।

 

বক্তারা বলেন, অ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীরা পোল্ট্রি, ডেইরি, নিউট্রিশন, ব্রিডিংসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে। চিকিৎসার পাশাপাশি উৎপাদনেও তাদের ভূমিকা রয়েছে। একপক্ষকে অগ্রাধিকার দিলে খাতটির ভারসাম্য নষ্ট হবে।

 

অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবদুল্লাহ হিল কাফি বলেন, উচ্চপর্যায়ের একজন প্রতিনিধি হয়ে এমন একপেশে মন্তব্য দেওয়া অপ্রত্যাশিত। বাস্তবতা যাচাই না করে এমন বক্তব্য দিলে পুরো খাত ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

বক্তারা পেশাগত বৈষম্যের প্রতিবাদ জানিয়ে মন্তব্যটি প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:০০ ● ৭০ বার পঠিত