
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
মির্জাগঞ্জে রেড ক্রিসেন্টের দুটি ইউনিট অফিস উদ্বোধন
হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে রেড ক্রিসেন্টের দুটি ইউনিট অফিস উদ্বোধনসাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
মির্জাগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা ইউনিট ও সুবিদখালী সরকারি কলেজ ইউনিটের অফিস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১টায় কলেজ চত্বরে ফিতা কেটে নতুন ইউনিট অফিসের উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আকতার উদ্দীন। সঞ্চালনায় ছিলেন রেড ক্রিসেন্টের মির্জাগঞ্জ ইউনিটের স্বাস্থ্য বিভাগ প্রধান মো. ওলি উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুবিদখালী সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী, রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী জেলা ইউনিট পরিচালক মোঃ ফারুক আহমেদ, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী জেলা ইউনিট যুব প্রধান জুবায়ের হোসেন নাসিম, মির্জাগঞ্জ থানার সাবইন্সপেক্টর শুভ, রেড ক্রিসেন্ট সোসাইটি মির্জাগঞ্জ ইউনিটের দলনেতা মোঃ রাব্বি মল্লিক, ডেপুটি দলনেতা মোঃ জাহিদ হাসান ও সুবিদখালী সরকারী কলেজ ইউনিট দলনেতা মোঃ সাব্বির ফরাজী প্রমূখ।
ইউনিট অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও কলেজ ইউনিটের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাফর ইমাম সিকদার বলেন, মির্জাগঞ্জ একটি দুর্যোগপ্রবণ এলাকা। দুই পাশেই নদী। প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্টের সদস্যরা প্রশাসনের পাশাপাশি মানুষের জানমাল রক্ষায় কাজ করবে। তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫৭ ● ১৩০ বার পঠিত