উন্নয়ন বঞ্চিতদের পাশে থাকার অঙ্গীকার ব্যারিস্টার আসাদের

হোম পেজ » বরিশাল » উন্নয়ন বঞ্চিতদের পাশে থাকার অঙ্গীকার ব্যারিস্টার আসাদের
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫


 

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। শুক্রবার (৪ জুলাই) বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাবুগঞ্জ-মুলাদী উন্নয়ন থেকে বঞ্চিত। নদীভাঙন, রাস্তাঘাটের বেহাল দশা, স্বাস্থ্যসেবার অভাব- এসব সমস্যা কাটিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে মানোন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্ব দেব।

 

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে নিরাপদ ও সমৃদ্ধ। যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন প্রত্যাশা করলেও, অন্য কাউকে মনোনয়ন দিলে তার পক্ষেও কাজ করবেন বলে জানান তিনি।

 

এর আগে তিনি মাধবপাশা বাজার, দারোগার হাটসহ বিভিন্ন স্থানে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গণসংযোগ করেন।

বাংলাদেশ সময়: ২১:০০:০০ ● ৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ