গৌরনদীতে বিদ্যালয়ের পথে বেড়া, শিক্ষার্থীদের মানববন্ধন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিদ্যালয়ের পথে বেড়া, শিক্ষার্থীদের মানববন্ধন
রবিবার ● ২৯ জুন ২০২৫



---

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলায় বিদ্যালয়ের যাতায়াতপথে বেড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (২৯ জুন) দুপুর ১২টার দিকে কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজাপুর ব্রিজ এলাকায় এই কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের পূর্ব পাশের একটি পথ দিয়ে তারা দীর্ঘদিন ধরে যাতায়াত করছিল। সম্প্রতি ওই পথে বাঁশ ও কাঠ দিয়ে বেড়া নির্মাণ করে তা বন্ধ করে দেন কাঁঠালতলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হানিফ সরদার। এতে করে শিশু শিক্ষার্থীসহ শতাধিক মানুষ দুর্ভোগে পড়েছে।

অভিযুক্ত হানিফ সরদার বলেন, স্কুলঘেঁষা পূর্ব পাশে তার বাড়ি। বাড়ির ভেতর দিয়ে কয়েকটি পরিবারের যাতায়াত পথ থাকলেও গাছের চারা রক্ষায় একটি পথ তিনি বন্ধ করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমা বেগম বলেন, “একজন শিক্ষক হয়ে শিক্ষার্থীদের চলাচলের পথ বন্ধ করা দুঃখজনক। এটি শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ এবং অনভিপ্রেত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”

বাংলাদেশ সময়: ২০:২৮:০৪ ● ১৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ