বালু বোঝাই ট্রাক কেড়ে নিয়েছে অটোরিকশা যাত্রীর জীবন

হোম পেজ » চট্টগ্রাম » বালু বোঝাই ট্রাক কেড়ে নিয়েছে অটোরিকশা যাত্রীর জীবন
শনিবার ● ১৪ জুন ২০২৫


 

চট্টগ্রামের মিরসরাইয়ের দুর্ঘটনাকবলিত বালু বোঝাই ট্রাক ও অটোরিকশা এভাবেই পড়ে থাকতে দেখা যায়।

চট্টগ্রাম সাগরকন্যা প্রতিনিধি॥  

 

চট্টগ্রামের মিরসরাইয়ের বালু বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার শাহিন আহমেদ (২০) নামের একজন যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় ওই অটোরিকশার আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকেল ৩টার দিকে মিরসরাইয়ের করেরহাট-রামগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজি অটোরিকশায় থাকা একজন যাত্রী নিহত হন। আহত হয়ে আরো ৫ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

 

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সরকার আব্দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০:০২:৪২ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ