
শনিবার ● ১৪ জুন ২০২৫
বালু বোঝাই ট্রাক কেড়ে নিয়েছে অটোরিকশা যাত্রীর জীবন
হোম পেজ » চট্টগ্রাম » বালু বোঝাই ট্রাক কেড়ে নিয়েছে অটোরিকশা যাত্রীর জীবন
চট্টগ্রাম সাগরকন্যা প্রতিনিধি॥
চট্টগ্রামের মিরসরাইয়ের বালু বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার শাহিন আহমেদ (২০) নামের একজন যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় ওই অটোরিকশার আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার বিকেল ৩টার দিকে মিরসরাইয়ের করেরহাট-রামগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজি অটোরিকশায় থাকা একজন যাত্রী নিহত হন। আহত হয়ে আরো ৫ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সরকার আব্দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০:০২:৪২ ● ১০৬ বার পঠিত