
মঙ্গলবার ● ৭ মে ২০২৪
পিরোজপুরে ৩উপজেলার ১৭৪কেন্দ্রে পৌছেছে নির্বাচনী উপকরণ
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে ৩উপজেলার ১৭৪কেন্দ্রে পৌছেছে নির্বাচনী উপকরণপিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥
রাত পোহালেই পিরোজপুরের ইন্দুরকানি, নাজিরপুর ও পিরোজপুর সদর উপজেলার ভোট। এ লক্ষ্যে জেলার তিনটি উপজেলার ১৭৪ টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদী। মঙ্গলবার (৭ মে) বেলা ২ টা থেকে জেলা স্টেডিয়াম থেকে এ নির্বাচনী সরঞ্জামাদী পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
জেলার ওই ৩ টি উপজেলায় ২১টি ইউনিয়ন রয়েছে। ৩টি উপজেলায় ৯টি পদের বিপরীতে মোট প্রার্থী রয়েছে ৩৪ জন। এ ৩টি উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৭২ হাজার ৯৭৭ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৭৪৯ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ২২৮ জন। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমানে আইনশৃক্সখলারক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে যাতে করে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে। এবার প্রথম ধাপে জেলার তিনটি উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরএইচএম/এমআর
বাংলাদেশ সময়: ২০:৫৫:৩৩ ● ১৪৬ বার পঠিত