
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
বামনায় সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৪
হোম পেজ » বরগুনা » বামনায় সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৪বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর ডৌয়াতলা গ্রামের মোঃ আলী আকাব্বরের সহধর্মিনী মোসাঃ আকলিমা বেগম (৪৫)সহ ৫যাত্রী ইজিবাইকে শনিবার সকালে বরগুনা যাওয়ার পথে বাইন চটকি, আলিসার মোরে পৌছলে গরু ভর্তি টম টমএর সাথে ইজিবাইক অটো গাড়ীর মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ৫জন গুরুত্বর আহত হয়। স্হানীয়রা আহতদের উদ্ধার করে বামনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আকলিমা বেগমকে মৃত্যু ঘোষনা করে। ইজিবাইক অটো গাড়ীর ড্রাইভার বসিরসহ গুরুত্বর আহত ৪জন কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল জানান ঘটনাটি পাথরঘাটা থানা এলাকায় তাই পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের হচ্ছে এবং লাশ ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে প্রেরন করা হচ্ছে।
এইচআর/এমআর
বাংলাদেশ সময়: ০:১৪:৩৫ ● ১৮৯ বার পঠিত