
বুধবার ● ১৭ জানুয়ারী ২০২৪
গৌরনদীতে বাস চাপায় পথচারী বৃদ্ধা নিহত
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বাস চাপায় পথচারী বৃদ্ধা নিহতগৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বরিশালের গেীরনদীতে রাস্তা পারাপারের সময় বরিশালগামী সেভেন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় বেবী খানম (৮০) নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঢাকা-বরিশার মহাসড়কে বুধবার বিকাল পৌণে ৪টার দিকে উপজেলা কটকস্থল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা নিশ্চিত করেছেন। নিহত বেবী খানম উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের মৃত করমালী শাহ্’র স্ত্রী।
এএসআর/এমআর
বাংলাদেশ সময়: ২২:৫২:৫৫ ● ১৩৫ বার পঠিত