ভোটে দাঁড়াবেন না প্রিয়াঙ্কা গান্ধী

প্রথম পাতা » বিশ্ব » ভোটে দাঁড়াবেন না প্রিয়াঙ্কা গান্ধী
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০১৯


---

সাগরকন্যা আন্তর্জাতিক ডেস্ক॥

ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানা গেছে। বরং কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে ভোটের মাঠে দলীয় প্রচারে মনযোগ দেবেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে গতকাল এনডিটিভি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ভোটের প্রচারে মনযোগী হতে এবং দলের নতুন সাধারণ সম্পাদক হিসেবে নিজের দায়িত্ব বুঝে নিতে তিনি এবারের নির্বাচনে অংশ নেবেন না। “তিনি ভোটের প্রচারে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং তার মা-ভাইকে সাহায্য করবেন। একইসঙ্গে তিনি কংগ্রেসের অন্যান্য প্রার্থীদেরও সাহায্য করবেন।” আগামী মাস থেকে ভারতে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। দেশজুড়ে ৭ দফায় ওই ভোট গ্রহণ শুরু হবে ১১ এপ্রিল; এরপর ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে এবং সবশেষে ১৯ মে ভোট হবে। ২৩ মে ভোটগণনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৫০:৪৩ ● ৭১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ