পায়রা বন্দর নির্মাণে ক্ষতিগ্রস্তদের এবার স্বাবলম্বী করার উদ্যোগ

প্রথম পাতা » পায়রা বন্দর » পায়রা বন্দর নির্মাণে ক্ষতিগ্রস্তদের এবার স্বাবলম্বী করার উদ্যোগ
বুধবার ● ২৫ আগস্ট ২০২১


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারকে পূণর্বাসনের পর এবার তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নেয়া হয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ও ডরপ এর সহযোগীতায় ২৪ দিন ব্যাপী মোটরসাইকেল এবং রিক্শা মেরামত প্রশিক্ষণ বুধবার বেলা ১১টায় কলাপাড়ার লালুয়ার মহল্লাপাড়া প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে।
ডরপ’র ডেপুটি টিম লিডার মো. মনিরুজ্জামান প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষ’র সহকারী পরিচালক মুহাঃ আশরাফ উজ্জামান (বাপ্পী), ডরপ এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর জিএম সাইদুর রহমান প্রমুখ।
দুই শিফটে ৫০ জন পুরুষ প্রশিক্ষণে অংশগ্রহন করে। যারা সবাই পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য। এছাড়া বুধবার মোবাইল সার্ভিসিং এবং রিপেয়ারিং বিষয়ক প্রশিক্ষণের কোর্স সমাপনি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের ৫০ সদস্যকে প্রশিক্ষণ শেষে তারা নিজ কর্মদক্ষতায় স্বাবলম্বী হয়ে উঠতে পারবে বলে ডরপ ও পায়রা বন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন।
২০১৯ সালে পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডরপ পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্ত চার হাজার দুইশ পরিবারের সদস্যদের ১০৬টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত দুই হাজার ৯৪৯ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করে নিজেদের নিয়োজিত করেছে বিভিন্ন আয়বর্ধক কাজে।

বাংলাদেশ সময়: ১৩:৩১:৪৪ ● ৭৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ