যান্ত্রিক ত্রুটিতে বিমানের ফিরতি হজ ফ্লাইট বিঘ্নিত, বিপাকে হাজিরা

প্রথম পাতা » জাতীয় » যান্ত্রিক ত্রুটিতে বিমানের ফিরতি হজ ফ্লাইট বিঘ্নিত, বিপাকে হাজিরা
রবিবার ● ২৫ আগস্ট ২০১৯


যান্ত্রিক ত্রুটিতে বিমানের ফিরতি হজ ফ্লাইট বিঘ্নিত, বিপাকে হাজিরা

ঢাকা সাগরকন্যা অফিস॥

উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজযাত্রী পরিবহনে শিডিউল বিপর্যয় হয়েছে। এতে করে সৌদি আরবে চরম দুর্ভোগে পড়েছেন দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজিরা।
বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে রবিবার (২৫ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছু সংখ্যক হাজিকে সময় মতো ঢাকায় ফেরৎ আনার কার্যক্রম বিঘিœত হয়েছে। বিমান কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ও নিজ খরচেই ওইসব হাজিদের প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়ার পাশাপাশি অতি দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করছে। তাই হজের ফিরতি ফ্লাইটের যাত্রীদের আত্মীয়-স্বজনদের উদ্বিগ্ন না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করেছে।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭৭-৩০০ইআর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে বিপাকে পড়েন হজযাত্রীরা। এবছর হজযাত্রীদের পরিবহনে বিমান নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহার করছে। একেকটি ফ্লাইট ৪১৯ যাত্রী পরিবহনে সক্ষম। একটিতে যান্ত্রিক ত্রুটির কারণে অন্য উড়োজাহাজে করে কম সংখ্যক হজযাত্রী দেশে ফিরতে পারছেন। ফলে নির্ধারিত ফ্লাইটে ফিরতে না পেরে অনেকে দুর্ভোগে পড়েন।
এ প্রসঙ্গে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, একটি উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছু সংখ্যক হাজিকে সময়মতো ঢাকায় ফেরত আনা বিঘিœত হয়েছে। বিমান তার নিজস্ব ব্যবস্থাপনায় এবং নিজ খরচে হাজিদের প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করছে। হাজিদের আতœীয়-স্বজনকে উদ্বিগ্ন না হতে বিশেষভাবে অনুরোধ করছে। সাময়িক এ অসুবিধার জন্য বিমান আন্তরিকভাবে সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমাপ্রার্থী। বিমানটি কবে নাগাদ ঠিক হবে তা জানাতে পারেননি তাহেরা খন্দকার। যার আসতে পারছেন না তাদের কী প্রক্রিয়ায় ফেরত আনা হবে তাও তিনি জানাতে পারেননি।
১৭ আগস্ট থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। হজ অফিস জানিয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত ৯৬টি ফিরতি ফ্লাইটে ৩৪,৯৯২ জন দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪১টি, সৌদি এয়ারলাইন্স ৫৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৩:৫২ ● ৩৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ