দিনাজপুরের হিলি স্থলবন্দরে নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম পাতা » রংপুর » দিনাজপুরের হিলি স্থলবন্দরে নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ
শুক্রবার ● ৯ আগস্ট ২০১৯


দিনাজপুরের হিলি স্থলবন্দরে নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পবিত্র ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা নয় দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশগামী পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, শুক্রবার (৯ আগস্ট) সাপ্তাহিক ছুটি, ১২ আগষ্ট পবিত্র ঈদুল আজহা ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে শুক্রবার ( ৯ আগষ্ট) থেকে আগামী শনিবার ( ১৭ আগষ্ট) পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমাদনি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই এ বন্দর দিয়ে টানা নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি মো. রফিকুজ্জামান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৩:৪৬ ● ৪৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ