বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ ট্রলার ডুবি, দুই জেলে নিখোঁজ

প্রথম পাতা » কুয়াকাটা » বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ ট্রলার ডুবি, দুই জেলে নিখোঁজ
রবিবার ● ৪ আগস্ট ২০১৯


বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ ট্রলার ডুবি, দুই জেলে নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় পায়রা বন্দরের দ্বিতীয় বয়া সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মায়ের দোয়া মাছ ধরার ট্রলার ডুবিতে রবিউল (২২) ও রাজা মিয়া (৩৫) দুই জেলে নিখোঁজ রয়েছে। ১৩জন জেলে নিয়ে ট্রলারটি শনিবার শেষ বিকেলে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। ১১ জেলেকে উদ্ধার করা গেলেও দুইজন নিখোঁজ রয়েছে।
নিখোঁজ দুই জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে বলে মহিপুর মৎস্য বন্দর বোট মালিক সমিতির সহ-সভাপতি আব্বাস উদ্দিন হাওলাদার জানিয়েছেন। এক ঘন্টা সাগরে ভাসার পরে ১১ জেলেকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করেছে। নিখোঁজ রবিউল গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে ও রাজা মিয়া একই গ্রামের আরশেদ প্যাদার ছেলে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪২:৫৬ ● ৮৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ