দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে: প্রতিমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে: প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০১৯


দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে: প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে। কেউ ত্রাণ বঞ্চিত হবে না।
বৃহস্পতিবার (১ আগস্ট) মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে নদী ভাঙন ও বন্যার সর্বশেষ পরিস্থিতির খোঁজ-খবর এবং বন্যাদুর্গতদের অবস্থা জানতে গিয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী স্থানীয় প্রশাসনের কাছ থেকে খোঁজখবর নেন এবং দুর্গতদের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে বলেও জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, জেলা প্রশাসক মো মনিরুজ্জামান তালুকদার ও লৌহজংযের ইউএনও কাবিরুল ইসলাম খান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল প্রমুখ।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪১:২১ ● ৩৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ