চট্টগ্রামে পুলিশে চাকরি দেওয়ার নামে তরুণীকে আটকে রেখে ধর্ষণ

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে পুলিশে চাকরি দেওয়ার নামে তরুণীকে আটকে রেখে ধর্ষণ
মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৯


চট্টগ্রামে পুলিশে চাকরি দেওয়ার নামে তরুণীকে আটকে রেখে ধর্ষণ

চট্টগ্রাম সাগরকন্যা অফিস॥

পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে রাঙামাটি থেকে চট্টগ্রামে এনে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) ভোরে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলো- শাহাদাত হোসেন রাজু (৩০) ও মহব্বত আলী (২৮)। বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার এসআই অর্নব বড়ুয়া বলেন, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আসামিরা ওই তরুণীকে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ওই তরুণী ফাঁদে পড়েছে বুঝতে পারলে যে বাড়িতে তাকে রেখে ধর্ষণ করে সেই বাড়ির মালিককে জানালে তারা পুলিশকে জানান।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২২:০১:৪৪ ● ৫৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ