তালতলীর ওসি প্রত্যাহার

প্রথম পাতা » বরগুনা » তালতলীর ওসি প্রত্যাহার
বুধবার ● ১২ জুন ২০১৯


তালতলীর ওসি প্রত্যাহার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষপাতিত্বের অভিযোগে বরগুনার তালতলী থানার ওসি পূলক চন্দ্র রায়কে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।
জানাগেছে, বিগত ৯ মে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। তফসিল ঘোষনার পর থেকেই ওসি পুলক চন্দ্র রায় এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষপাতিত্ব করেন। এমন অভিযোগ এনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ রেজবি-উল-কবির জোমাদ্দার নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের এক আদেশে তাকে প্রত্যাহর করা হয়। প্রত্যাহারের আদেশ পেয়েই ওইদিন রাতে ওসি পুলক চন্দ্র রায় বরগুনা পুিলশ সুপারের কার্যালয়ে সংযুক্ত হয়েছেন।
তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ আরিফুর রহমান বলেন, প্রত্যাহারের আদেশ পেয়েই ওসি পুলক চন্দ্র রায় তালতলী ছেড়ে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত হয়েছেন।
বরগুনা জেলা নির্বাচন অফিসার দিলিপ কুমার হাওলাদার বলেন, পক্ষপাতিত্বে অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে এখনো প্রত্যাহারের আদেশ পাইনি।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪০:৩১ ● ৪২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ