কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
শনিবার ● ১ জুন ২০১৯


কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

অন্তঃসত্ত্বা গৃহবধূ দোলাকে (১৯) পুর্বপরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে আত্মহত্যার প্রচারনা চালানো হয়েছে। যৌতুকের জন্য দোলাকে হত্যা করা হয়েছে। এমনসব আরো অভিযোগ এনে দোলার বাবা-মাসহ স্বজনেরা শনিবার (১ জুন) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্য পাঠ করেন দোলার চাচা অমল কৃষ্ণ কর্মকার। তিনি বলেন, মাদকাসক্ত স্বামী স¤্রাট কর্মকার, শাশুড়ি সাধনা রাণী, শ^শুর বাবুল কর্মকার দোলাকে যৌতুকের জন্য মারধর করত। অশালীন আচরণ করত। সবশেষ দোলার তলপেটে লাথি মারে। এতে দোলা রাণী ডাক-চিৎকার করলে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। পুলিশ যাওয়ার আগেই ঝুলন্ত লাশ নামিয়ে রাখে।
দোলার মা কল্পনা রাণী, বাবা শ্যামল কর্মকার বলেন, ‘আমার মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় আত্মহত্যা করতে পারে না। কারণ সে গর্ভের সন্তানের মমতায় সুন্দর পৃথিবীতে বেচে থাকতে চেয়েছিল।’ এ পরিবারের সবাই এটি হত্যাকান্ড দাবি করে এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। মেয়ের এমন পরিণতির কথা বলে কল্পনা রাণী ও শ্যামল কর্মকার অঝোরধারায় কান্না জুড়ে দেন। এঘটনায় মেয়ে হত্যার বিচার চেয়ে কল্পনা রাণী পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেছেন। যেখানে স্বামী স¤্রাট কর্মকারকে প্রধান করে ছয় জনকে আসামি করা হয়েছে।
২৪ মে সন্ধ্যায় কলাপাড়া থানা পুলিশ অন্তঃসত্ত্বা গৃহবধূ দোলার মৃতদেহ চিঙ্গরিয়ার স্বামীর ঘর থেকে উদ্ধার করে। কলাপাড়া থানায় ইউডি মামলা হয়েছে। কলাপাড়া থানার ওসি জানান, লাশের সুরতহাল করে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর আদালতে দায়ের করা মামলার আদেশ তার কাছে এখনও পৌছেনি। তবে দোলার শাশুড়ি সাধনা রাণী এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:২০:২০ ● ৩৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ