কলাপাড়ায় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত ৮১ পরিবারকে নগদ অর্থ প্রদান

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত ৮১ পরিবারকে নগদ অর্থ প্রদান
বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৯


কলাপাড়ায় ঘুর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত ৮১ পরিবারকে নগদ অর্থ প্রদান

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় ঘুর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্ত ৮১ পরিবারকে ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন, বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, কৃষকলীগের কলাপাড়া শাখার সভাপতি আখতাউর রহমান হারুন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার প্রমুখ। আভাস এর উদ্যোগে ক্রিস্টান এইড এর সহায়তায় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতে প্রত্যেক পরিবারকে ১৪ হাজার ৪০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়। চম্পাপুর, লালুয়া ও ডালবুগঞ্জ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এসব মানুষকে এ সহায়তা দেয়া হয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৩:১৪ ● ৩২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ