কুয়াকাটায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডিারি

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডিারি
রবিবার ● ২৬ মে ২০১৯


কুয়াকাটায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডিারি

কুয়াকাটা (কলাপাড়া) সাগরকন্যা অফিস॥

সরকারি খাস রাস্তা বাউন্ডারি করে স্কুল ক্যাম্পাসের দখলে নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসের সঙ্গে দেয়াল করে জনগণের জন্য উম্মুক্ত এ সরকারি রাস্তাটি আটকে দেয়া হচ্ছে।
কুয়াকাটা মৌজার বিএস দাগ নম্বর ২১৪৭ দাগের এ সরকারি সড়কটি জনস্বার্থে আটকে না দেয়ার দাবি করেছেন আশপাশের জমির মালিকগণ। উন্নয়ন কর্মী মো. রফিকুল ইসলাম জানান, ওই খাস সরকারি সড়কটি দেয়াল করে আটকে দেয়া হলে তারা তাঁদের জমিতে চলাচল করতে পারবেন না। এছাড়া এ রাস্তাটি স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ব্যবহার করার কথা। এটি উদ্দেশ্যপ্রনোদিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের টাকা ব্যয় করে একটি সরকারি রাস্তায় বাউন্ডারি দেয়ালের মধ্যে নেয়া নিয়ম ভঙ্গের শামিল। সরকারি রাস্তা উম্মুক্ত রাখার দাবি রফিকুল ইসলামের। বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান জানান, বাউন্ডারি দেয়াল দিচ্ছি না। আরসিসি কলামে কাটাতারের বেড়া দেয়া হচ্ছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১০:৪২ ● ৩৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ